ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামকস্থানে একটি বেইলি ব্রিজ ভেঙে খিরু নদীতে পড়ে গেছে বিদ্যুতের ট্রান্সফর্মারবাহী লরি। এসময় ওই সেতুতে থাকা একটি প্রাইভেটকারও নদীতে পড়ে যায়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, খিরু নদীর উপর নির্মিত পুরনো লোহার এই ব্রিজটি মালবাহী ৪০ চাকার ওই লরিটির ওজন বহন করতে পারেনি। লরিটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ ঘটনার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ত্রিশাল পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায়।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার স্টেশনে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৫২ কেবি ট্রান্সফরমারটি লরি দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহে নেয়া হচ্ছিল। পথে ত্রিশালের চেলেরঘাট নামক স্থানে বেইলি ব্রিজে লরিটি উঠলে ভেঙে নদীতে পড়ে যায়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই লেন সড়ক বন্ধ হয়ে যায়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই লেন বন্ধ করে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেন দিয়ে চলাচলের ব্যবস্থা করে।
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন জানান, বেইলি ব্রিজটি বহু পুরনো। তাই ৪০ চাকার গাড়ির ওজন বহন করার ক্ষমতাও ছিল না সেতুটির।
বিডি প্রতিদিন/আরাফাত