২ মে, ২০২৩ ১৭:৪০

পুলিশ সদস্যের অনিয়মের দায় কখনই বাহিনী নেবে না : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

পুলিশ সদস্যের অনিয়মের দায় কখনই বাহিনী নেবে না : ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কোনো পুলিশ সদস্যের অন্যায়-অনিয়মের দায় কখনই বাহিনী নেবে না। 

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সম্মান নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলে। পুলিশ বাহিনীর সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ইউনিফর্ম পরে কেউ এমন কোনো কাজ করবেন না, যাতে ৩২ হাজার সদস্যের ফোর্সের সম্মানহানি ঘটে। সরকার আমাদের ইউনিফর্ম দিয়েছে, মর্যাদা দিয়েছে। সেই মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। 

সম্প্রতি নিউমার্কেট অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের স্বীকৃতি হিসেবে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। ডিএমপির ৩৩ পুলিশ সদস্য পুরস্কার পান।

ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির ৩২ হাজার ফোর্সের মধ্যে ২-১ জন ছাড়া বাকি সদস্যরা নগরবাসীর সেবাদানে নিয়োজিত ও আত্মত্যাগে প্রস্তুত। ২-১ সদস্যের অপকর্মের, অন্যায়ের দায়-দায়িত্ব পুলিশ কখনই নেবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অন্যায় করে, পুলিশ বাহিনীর সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দেয়? এটা কি কেউ মেনে নেবেন? 

উপস্থিত সদস্যরা সমস্বরে বলেন, না কখনো মেনে নেব না।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ভবিষ্যতে আমাদের অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তবে পুলিশ কখনো হারেনি। ১৯৭১ সালেও পুলিশ হারেনি, ভবিষ্যতেও হারবে না। ১৯৭১ সাল থেকেই পুলিশ জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর