গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য ৮ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় পার্টি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য জাতীয় পার্টির ৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন করেছেন।
কমিটির সমন্বয়কারী হিসেবে রয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। অন্যান্যরা হলেন- ভাইস-চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও মো. জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. জয়নাল আবেদিন, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম সরকার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন