২২ মে, ২০২৩ ১৬:৪৪
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। 

এসময় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনে নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এবং তার অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিলটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে জিরো পয়েন্ট ঘুরে সেখানে এসে শেষ হয়। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর