২৬ মে, ২০২৩ ১৬:০৫

বরিশাল সিটি নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশাল সিটি নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পাওয়ার পরই আনুষ্ঠনিক প্রচারণায় নেমে পড়েছেন তারা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এদিকে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করে প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার। 

শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে প্রথমে ৭ মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে হাতপাখা এবং জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চুকে গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেন তিনি। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রাথী কামরুল আহসান রূপনকে টেবিল ঘড়ি, আলী হোসেন হাওলাদারকে হরিন এবং অপর স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামানকে হাতি প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

পরে ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন তিনি। 

প্রতীক বরাদ্দ পাওয়ার পর নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। নির্বাচিত হলে বরিশাল শহরে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। নগরবাসীকে শান্তিতে রাখতে ১২ জুন নৌকায় ভোট চান খোকন সেরনিয়াবাত। 

প্রতীক পাওয়ার পর জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, গাজীপুর সিটি নির্বাচন দেখে ভোট নিয়ে জনগণের আগ্রহ বেড়েছে। বরিশালকে একটি উৎপাদনমুখি এবং আইটি নগরী গড়তে ১২ জুন লাঙ্গলে ভোট চান তিনি। সুষ্ঠু-সুন্দর ভোট হলে বরিশালের জনগন লাঙ্গল প্রতীক বিজয়ী করবে আশা তার। 

প্রতীক বরাদ্দ নিতে নির্বাচন কমিশনে যাননি ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তার পক্ষে দলের নেতারা হাতপাখা প্রতীক গ্রহণ করেন। 

এদিকে প্রতীক বরাদ্দ পেয়েই গনসংযোগ শুরু করেন জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু। তিনি বরিশাল নগরীর উন্নয়নে গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

প্রতীক নিতে নির্বাচন কমিশনে যাননি বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপনও। তবে প্রতীক পাওয়ার পর নিজ এলাকায় গণসংযোগ করেন তিনি। সুষ্ঠু-সুন্দর নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সাবেক মেয়র পুত্র রূপন। 

এছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। 

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহবান জানান রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, সিটির মধ্যে প্রতিটি থানা এলাকায় একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন মেয়র প্রার্থীরা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত করতে পারবেন মাইকিং। নির্বাচন বিধি লংঙ্ঘন হলে অভিযুক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি দেন রিটার্নিং কর্মকর্তা।

বরিশাল সিটিতে এবার ভোট গ্রহণ হবে ইভিএম বা ইলেক্টনিক ভোটিং মেশিনে। ১২৬ টি কেন্দ্রের ৮৯৪টি বুথে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর