রংপুরে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রংপুর শেখ রাসেল স্টোডিয়াম প্রঙ্গণে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মামুন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদব মো. সামসুজ্জামান জামান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মো. ওবায়দুর রহমান ময়না প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল