নারায়নগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, নারায়নগঞ্জ জেলার সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল