শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলামসহ তিনজন। গ্রেড এক থেকে নয় ভূক্ত কর্মচারী হিসাবে তিনি এ পুরষ্কারের জন্য মনোনীত হন।
অন্য দুইজন হলেন বোর্ডের সহকারী সচিব দেব দুলাল দত্ত ও অফিস সহায়ক মো. আইয়ুব আলী। বৃহস্পতিবার (২৬ জুন) এক অফিস আদেশে বিষয়টি জানান বোর্ডের সচিব নূর মোহাম্মদ। এদিকে উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের ও বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদসহ তার সহকর্মীরা।
শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ জানান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম অনলাইনে প্রধান পরীক্ষক, পরীক্ষক নিয়োগ, শিক্ষকদের সব ধরণের সম্মানী অনলাইন ব্যাংক হিসেবে প্রদান, পরীক্ষা শাখার বিভিন্ন সেবা ডিজিটালাইজেশন ও সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে নানামুখী উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখেন। চেয়ারম্যান মহোদয়ের সিদ্ধান্তে তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হলো।
মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পুরস্কার ভালো কাজ করার অনুপ্রেরণা বাড়ায়। আমাকে মূল্যায়ন করায় মাননীয় শিক্ষামন্ত্রী, চেয়ারম্যান মহোদয়, সচিব মহোদয়সহ আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৬তম ব্যাচের কর্মকর্তা। ২০০৬ সালের ২ এপ্রিল নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল