জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম।
রবিবার সকালে জামালপুর জেলা দায়রা আদালতে মামলায় হাজিরা দেন তারা। এ সময় আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ বিএনপি নেতৃবৃন্দের অস্থায়ী জামিন ৭ দিন বর্ধিত করে ৩১ জুলাই শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এর আগে বিএনপি নেতৃবৃন্দ হাইকোর্ট প্রদত্ত ৬ সপ্তাহের আগাম জামিন শেষে গত ১০ জুলাই জামালপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত ১৩ দিনের অস্থায়ী জামিন প্রদান করে আজ ২৩ জুলাই হাজিরার তারিখ নির্ধারণ করেছিলেন।
হাজিরা শেষে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সরকার বিএনপির নেতাকর্মীদের দমন করতে পারবে না।
তিনি আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়ে হামলা-মামলাবাজ, গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী সরকার পতনের এক দফার আন্দোলন সফল করার আহ্বান জানান ।
এ সময় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত