নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় ফকির অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট যোগ দেয়।
বিডি প্রতিদিন/আরাফাত