রাজধানীর বনানী কবরস্থানের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। রফিকুলের বাড়ি পাবনার ঈশ্বরদী এলাকায়। চাকরির সুবাদে তিনি সেখানেই থাকতেন।
সুনীল চন্দ্র সূত্রধর গণমাধ্যমে বলেন, অফিসের কাজের জন্য ২-১ দিন আগে ঢাকায় আসেন রফিকুল। বনানী কবরস্থানের পাশে রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে হাঁটছিলেন। এ সময় সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ