২ অক্টোবর, ২০২৩ ১৫:১৯

অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৯ জন আটক

অনলাইন ডেস্ক

অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৯ জন আটক

রাজধানীর রামপুরা এলাকায় অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ নয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। রবিবার দিনগত গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান পারিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মো. শামীম হোসেন নাঈম (২১), মো. শান্ত মিয়া (৩৫), মো. সাইদুল ইসলাম (১৮), মো. দুলাল হোসেন (৩৫), রাকিব ইসলাম (২৩), সুমন সরকার (২৭), মিঠুন মিয়া (২৩), মো. সাইফুল ইসলাম মুন্না (২৬) ও মো. লিটন মিয়া ওরফে  আকাশ (৩৬)।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে রামপুরা এলাকার বহুল আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা শামীম হোসেনসহ নয়জন অপহরণকারীকে আটক করা হয়।

তিনি জানান, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় কৌশলে নারীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত করার কথা বলতো। অভিযুক্তরা পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে যেতো। পরে ভিকটিমদের একটি কক্ষে নিয়ে তার অশ্লীল ছবি ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার হুমকিসহ জোরপূর্বক আটক রেখে নির্যাতন করতো। এছাড়াও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে আসছিল। 

বিডি প্রতিদিন/এএ 

এই রকম আরও টপিক

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর