রাজধানীর কামরাঙ্গীরচরে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মোহাম্মদ শহিদ (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার সকালে কামরাঙ্গীচর আচার ওয়ালা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত আব্দুল আজিজের ছেলে। তার স্ত্রী’র নাম খায়রুন বেগম, দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।
পুলিশ জানায়, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে তার ছোট ভাই রক্তাক্ত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আলমগীর ও শহিদ দুজনেই মাদকাসক্ত। তারা একসাথে (মাদক সেবন) ইনজেকশন নিয়ে থাকে। নিহত শহিদ, আলমগীরকে মাদক আনতে টাকা দিয়েছিল। কিন্তু মাদক না পেয়ে ফিরে আসে, এটা শহিদ বিশ্বাস না করে, পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল আলমগীরকে। আর তাই আলমগীর তাকে ছুরিকাঘাত করেছে বলে পুলিশকে জানিয়েছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই মো. মামুন বলেন, তার ভাই ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। আচার ওয়ালা ঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। কী কারণে কে বা কারা, তার ভাইকে ছুরিকাঘাত করেছে, সে ব্যাপারে তিনি কিছু জানতে পারেননি।
বিডি প্রতিদিন/এমআই