৪ অক্টোবর, ২০২৩ ১৬:৪৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি

মোহাম্মদপুরে বেড়িবাঁধ সড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে চলন্ত অটোরিকশা উল্টে আহত আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আক্তার হোসেন (৫৪)। তিনি নিউমার্কেটের খবার হোটেল ব্যবসায়ী। 

বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

মৃতের মেয়ের জামাই শাহীন জানান এসব তথ্য। তিনি আরও বলেন, গতকাল কেরানীগঞ্জ সকালে তাবলীগ জামাতের জোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে থেকে অটোরিকশায় করে বাসায় ফিরার সময়ে বেড়িবাঁধে রাস্তায় তার গাড়ির সামনে কুকুর পড়ে। চালক কুকুরটিকে বাঁচানোর জন্য চলন্ত অবস্থায় টার্ন নিতে গিয়ে অটোরিকশা উল্টে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। 

ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী গ্রামের মৃত খোরশেদ আলম এর ছেলে। বর্তমানে বিডিআর এক নম্বর গেইটের পাশে পরিবার নিয়ে থাকতেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর