রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। পরনে ছিলো কালো হাফ সার্ট ও চেক লুঙ্গি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
পরে তার মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার ঢামেক মর্গে পাঠিয়েছেন।বিডি প্রতিদিন/এএ