১১ অক্টোবর, ২০২৩ ১২:৩২

ট্রেনে কাটা পড়ে মৃত সেই তিন শিশুর লাশ দাফন হচ্ছে বেওয়ারিশ হিসেবে

ঢামেক প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত সেই তিন শিশুর লাশ দাফন হচ্ছে বেওয়ারিশ হিসেবে

মহাখালী উড়াল সেতুর নিচে রেল লাইনে এক সাথে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন পথশিশুর পরিচয় না পাওয়া'য় আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (১১ অক্টোবর) সকালে বেওয়ারিশ মরদেহ তিনটি ঢামেক মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মর্গ সূত্র। 
 
ইসলামী জনকল্যাণ সংস্থা 'আঞ্জুমান মফিদুল ইসলাম' এর পক্ষ থেকে দাফন সেবা অফিসার কামরুল আহামেদ তা দাফনের উদ্দেশ্যে বুঝে নেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে ঐ তিনজনের মরদেহসহ মোট ৮ টি মরদেহ দেয়া হয়েছে। এর মধ্যে এক নবজাতক, বাকি ৭ জন পুরুষ।  আমরা ঐ মরদেহগুলো মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে দাফন সম্পন্ন করবো। 
 
এর আগে গত শনিবার (২৩ সেপ্টেম্বর)  সকাল আনুমানিক সাড়ে ৬ টা থেকে ৭ টার মধ্যে ট্রেনে কাটা পড়েন তারা তিনজন। সে সময়ে তারা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে খন্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। 

রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক  শ্রী সুনীল চন্দ্র সুত্র ধর জানিয়েছেন, আমরা পরিচয় সনাক্তকরনের জন্য চেষ্টা অব্যহত রেখেছি। এছাড়াও অনেক দিন হয়ে যাওয়ার কারণে মরদেহগুলো রাখা যাচ্ছে না। আর তাই মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলাম এর কাছে দিয়ে দেয়া জন্য বলা হয়েছে। আজ বুধবার (১১অক্টোবর) সকালে দাফনের জন্য তারা নিয়ে যান। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর