মহাখালী উড়াল সেতুর নিচে রেল লাইনে এক সাথে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন পথশিশুর পরিচয় না পাওয়া'য় আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে বেওয়ারিশ মরদেহ তিনটি ঢামেক মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মর্গ সূত্র।
ইসলামী জনকল্যাণ সংস্থা 'আঞ্জুমান মফিদুল ইসলাম' এর পক্ষ থেকে দাফন সেবা অফিসার কামরুল আহামেদ তা দাফনের উদ্দেশ্যে বুঝে নেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে ঐ তিনজনের মরদেহসহ মোট ৮ টি মরদেহ দেয়া হয়েছে। এর মধ্যে এক নবজাতক, বাকি ৭ জন পুরুষ। আমরা ঐ মরদেহগুলো মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে দাফন সম্পন্ন করবো।
এর আগে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬ টা থেকে ৭ টার মধ্যে ট্রেনে কাটা পড়েন তারা তিনজন। সে সময়ে তারা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে খন্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।
বিডি প্রতিদিন/হিমেল