৪ নভেম্বর, ২০২৩ ২০:১৫

রূপগঞ্জ থেকে ২০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জ থেকে ২০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর আরামবাগে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি প্রার্থী শাহজাহান ভূইয়া।

সমাবেশ উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। সকালে তিন শতাধিক গাড়ি বহর নিয়ে তারা রাজধানীতে প্রবেশ করেন। গাড়িগুলোকে সাজানো হয় রঙ্গিন ব্যানার ফেস্টুনে। 

পরে তারা মিছিল নিয়ে আরামবাগে প্রবেশ করেন। এসময় শাহজাহান ভূইয়া ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান তারেক, সহ-দপ্তর সম্পাদক ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, স্বাস্থ্য সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য নবী হোসেন, আব্দুল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ -কমিটির সদস্য আবুল ফজল রাজু, শফিকুল ইসলাম শফিক, আশিকুল ইসলাম খোকন, কামাল হোসেন কমল, খন্দকার আবুল বাশার টুকু, রিটন প্রধান, এডভোকেট তায়েবুর রহমান, আব্দুল মান্নান মুন্সিসহ আরও অনেকে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর