৫ নভেম্বর, ২০২৩ ১৭:০৭

দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে : নুর

অনলাইন ডেস্ক

দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে : নুর

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘গত ৫২ বছরে এ দেশে এমন স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ পালন হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ পালন করছে। সরকারপ্রধান পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।’

আজ রবিবার পল্টনে আল-রাজী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের ১ দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে প্রতিবাদ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

তিনি আরো বলেন, ‘এই হৃদয়হীন অমানবিক সরকার যুক্তি-তর্কে না পেরে বিরোধী দলকে গালিগালাজ করছে, হিংসাত্মক কথা বলছে। হরতালের আগে থেকেই ডিমের হালি ৫২ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।’

এই আন্দোলন দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন উল্লেখ করে নুর বলেন, ‘এই আন্দোলন মানুষের ভোট-ভাত ও খেয়ে-পরে বেঁচে থাকার আন্দোলন। সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর