রিভারাইন পিপলের আয়োজনে রংপুরের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে নদীবিষয়ক সচেতনতামূলক একটি সেমিনার মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নদী সংগঠক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর কে.এম. জালাল উদ্দীন আকবর।
মুখ্য আলোচক ছিলেন-রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। আলোচক হিসেবে আরও উপিস্থত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম এবং সহকারী শিক্ষক মোশারফ হোসেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. কে.এম. জালাল উদ্দীন বলেন, বিশ্বসভ্যতা সৃষ্টি হয়েছে নদীকে কেন্দ্র করে। এই নদীকে বাঁচাতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই