আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলামের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন লিয়াকত হোসেন খোকা।
বিডি প্রতিদিন/হিমেল