খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯৩টি ও ভোটকক্ষ ৪৭২০টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জন।
শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে (সার্কিট হাউস) নির্বাচনি সামগ্রী ভোটের বাক্স যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।
এর আগে শুক্রবার সকালে খুলনার দূরবর্তী ভোটকেন্দ্র ও উপজেলা পর্যায়ের কেন্দ্রের নির্বাচনি সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে শনিবার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সামগ্রী। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
খুলনা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, এরইমধ্যে নির্বাচনে দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় ৭৯৩টি কেন্দ্রের মধ্যে পাঁচ শতাধিক কেন্দ্রকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ভোগলিক অবস্থান বা এর আগে সেখানে কোনো ঘটনা ঘটলে তাকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। সাধারণ কেন্দ্রের চেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন করে অস্ত্রধারী পুলিশ বেশি থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত