একটি দেশের শিল্প, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মেরুদণ্ড হচ্ছে জ্বালানি খাত।
হাইড্রোকার্বন ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সংক্রান্ত আলোচনা ও তথ্য বিনিময় সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (পিআরএল), মোহাম্মদ জাকির হোসেন।
সেমিনারে ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও প্রকাশক মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর। সেমিনারে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিট এর মহাপরিচালক (যুগ্মসচিব) মোঃ শামীম খান।
মোহাম্মদ জাকির হোসেন বলেন, একটি দেশের শিল্প, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মেরুদণ্ড হচ্ছে জ্বালানি খাত। সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পর থেকেই নিজস্ব খনিজ সম্পদ আহরণে জোর দিয়েছিলেন।
বিশিষ্ট লেখক, গবেষক ও প্রকাশক জনাব মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর মূল প্রবন্ধ উপস্থাপনায় বলেন, ৭ মার্চের ভাষণের তাৎপর্য শুধু মুক্তিযুদ্ধে জাতিকে নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ৭৫ পরবর্তী যেকোন জাতীয় সংকট মোকাবেলায় এই ভাষণ আমাদের পথ দেখায়।
সেমিনারে পেট্রোবাংলা ও পেট্রোবাংলার কোম্পানিসমূহ, বিপিসি ও বিপিসির কোম্পানিসমূহ, জিএসবি, বিএমডি, বিপিআই, বিস্ফোরক পরিদপ্তর এর কর্মকর্তাগণ এবং হাইড্রোকার্বন ইউনিট এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন