‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউজের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক মনদ্বীপ ঘরাইর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। বিশিষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মো. বেল্লাহ হোসেন প্রমুখ। সভায় সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে নানা আলোচনা করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এএ