রাজধানীর শাহবাগে দ্রুতগতির বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানি বয়স ৪৫ বছর।
আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী সালাম মিয়া জানান, আজ সকালের দিকে আজিজ সুপার মার্কেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ