নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে কুমিল্লা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে খেসারি ডাল বিক্রিতে অতিরিক্ত মুনাফা করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে চলা অভিযানে প্রতিষ্ঠানের মালিক বিকাশ দেবনাথকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এর আগে সেখানে অভিযান শুরু করে জেলা প্রশাসক মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ।
অভিযানের সময় সাংবাদিকদের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের যেন রশিদ থাকে। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা যেন প্রতিষ্ঠানে রাখে সেটা নিশ্চিত করছি। খুচরা বাজারে খেসারির ডাল দেখলাম ১৩০ টাকা বিক্রি করছেন। পাইকারি যিনি বিক্রি করছেন তিনি বললেন বগুড়া থেকে এনেছেন তবে রশিদ দেখাতে পারছেন না। কিছু অনিয়ম আছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেন মানুষের নাগালে থাকে। কেউ যেন কোনো পণ্যের মূল্য অস্বাভাবিক ভাবে বাড়াতে না পারে সেজন্য আমরা মনিটরিং করছি।
বিডি-প্রতিদিন/বাজিত