১৯ এপ্রিল, ২০২৪ ২০:৪৪

সর্বজনীন পেনশনই বয়স্ক মানুষের একমাত্র অবলম্বন হবে : মুখ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সর্বজনীন পেনশনই বয়স্ক মানুষের একমাত্র অবলম্বন হবে : মুখ্যসচিব

সংগৃহীত ছবি

রাজশাহীতে পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা শুরু হয়েছে।

শুক্রবার সকালে নগরীর হাজি মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

পরে কারা প্রশিক্ষণ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া।

এ সময় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, মাইক্রোক্রেডি রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সফিউল্লাহ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী।

কর্মশালায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, যাদের জীবন বীমা আছে তারাও এই সর্বজনীন পেনশন স্কিমে সদস্য হতে পারবেন। রাষ্ট্র নিজেই এই সর্বজনীন পেনশন স্কিমের কর্তৃপক্ষ, সেহেতু সরকার পরিবর্তন হলেও প্রতিশ্রুতি মতো গ্রাহকের সমুদয় সুবিধা ও অর্থ প্রদান করবে। মেয়াদ পূর্তির আগেই কেউ মারা গেলে তার নমিনি পুরো টাকা ফেরত পাবেন। লাভসহ প্রদেয় টাকা লোকসানের কোনো আশঙ্কা নেই। গুজব এবং গিবতে কান দিয়ে অনেকে সন্দিহান হচ্ছেন। সময় সাপেক্ষে সর্বজনীন পেনশনই বয়স্ক মানুষের একমাত্র অবলম্বন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম রাজা, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তারভীর গাজী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুন হাসান সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, বগুড়া পুলিশ সুপার, শাপলা এনজিও’র নির্বাহী পরিচালক মহসীন আলী।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর