৮ আগস্ট, ২০২৪ ১৬:৫৬

সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করলেন স্কুল-কলেজ শিক্ষার্থীরা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করলেন স্কুল-কলেজ শিক্ষার্থীরা

র‍্যাবের পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। 

এর আগে গত ৫ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর থেকে এতদিন থানা বেহাল অবস্থায় পড়ে ছিল। 

পরিষ্কারের সময় র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা সশরীরে হাজির হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করে আসছেন। 

সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থী দলে দলে তছনছ হয়ে থাকা পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। এতে তাদের সহযোগিতা করছেন র‍্যাব-১১ এর সদস্যরা। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের পাহারায় এ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন। তাদের দাবি, সরকারি সম্পদে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। 

থানা প্রাঙ্গন পরিদর্শন শেষে র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেছেন, শিক্ষার্থী নিজ উদ্যোগে একটি ভালো কাজ করছেন। আমরা র‍্যাব-১১ তাদের সহযোগিতায় পাশে আছি।

হামলা চালিয়ে অস্ত্রসহ মালামাল লুটপাট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের র‍্যাব-১১ এর ফেসবুক পেজে জানিয়ে দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানকালে যে দুর্বৃত্ত ও সুবিধাবাদী গোষ্ঠী সরকারি এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও লুটপাট চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ সরকারি সম্পত্তি লুট করেছে। সেসব লুট করা সম্পত্তি স্বেচ্ছায় ফেরত দিলে তার পরিচয় গোপন রাখা হবে। কোনোরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি তারা স্বেচ্ছায় ফেরত না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।জনসাধারণের জানমালে হামলার ঘটনার তথ্য পেলে র‍্যাবকে সে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও করেন তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর