বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পাবনায় ছাত্রদের ওপর গুলি করে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারী নাসিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাবনায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ