গাজীপুরের টঙ্গীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে স্থানীয় আউচপাড়া আসাদ বেপারি রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণা, সাবেক সভানেত্রী আনোয়ারা বেগম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, আলমগীর ভাসানী, সাইফুল আক্তার, মাহবুব মিয়াজি প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল