ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল। রবিবার বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রদল। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট, কলেজগেটসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করেন। এর আগে শনিবার রাতেও অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপক্ষে সতর্ক থাকতে অবগত করেন।
এসময় শেকৃবি ছাত্রদলের সেক্রেটারি মো.আলমগীর কবির বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেন প্রবেশ করতে না পারে সে জন্য শেকৃবি ছাত্রদল সর্বদা জাগ্রত। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আমরা গতকাল রাত থেকেই সেকেন্ড গেট, কলেজগেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছি। আমাদের এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেখানেই আমরা ছাত্রলীগ দেখবো সেখানেই আমরা দাঁতভাংগা জবাব দিবো। ক্যাম্পাসে এখনো অনেকে ছাত্রলীগের নেতারা গোপনে চক্রান্ত করে চলছে। ক্যাম্পাসে যদি তারা কোন অপ্রীতিকর ঘটনা ঘটায় এর দায়ভার ছাত্রদল নিবে না।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, ছাত্রলীগ আর ছাত্রদল কখনোই এক ধরনের সংগঠন নয়। ছাত্রদল ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের অত্যাচার করে না, ক্লাস থেকে ধরে প্রোগ্রাম করায় না। আপনারা ছাত্রদলের সাথে যোগ দিন, আমাদের সাথে মিশুন, আপনাদের দাবিগুলো বলুন। সাধারণ শিক্ষার্থীদের আইনই হবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন।
বিডি প্রতিদিন/এএ