রাজধানীর মগবাজার লেভেল ক্রসিংসে আটকে পড়া কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে ট্রেন। লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার ওপরে উঠানো থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত গাড়িতে থাকা ব্যক্তিরা।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন আসার সময় গাড়িগুলো রেললাইনের ওপর থাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে গেছে ট্রেন। সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়ে কয়েকটি গাড়ি। সেগুলোকে দুমড়ে-মুচড়েই ট্রেন চলে যায়।
দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, অফিস শেষ করে পান্থপথ দিয়ে মগবাজার থেকে মহাখালীর হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় মগবাজার রেলগেটের ব্যারিয়ার খোলা ছিল। ট্রেন যে আসছিল আমরা দেখেনি। রাস্তায়ও জ্যাম ছিল। পরে ট্রেন আসতে দেখে আমরা গাড়ি থেকে নেমে যাই। এরপরই ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়।
এ বিষয়ে রেলগেটে দায়িত্বে থাকা গেটম্যান মো. আমিরুল দাবি করেন, সে সময় রাস্তায় জ্যাম ছিল। পাশাপাশি রেলগেটের গেটও নামানো ছিল।
ঘটনাস্থলে থাকা হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাওয়ান বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের নাম ও পরিচয় রেখে ছেড়ে দেব। একটি রেকার আনা হয়েছে তাদের গাড়িটি পৌঁছে দেওয়ার জন্য।
দুর্ঘটনার তথ্য তাৎক্ষণিক নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ও ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন।
এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ