আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সাজ্জাদুল ইসলাম, উপ-পরিচালক আব্দুল মতিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালোয়ারা বেগম, প্রতিবন্ধী এরশাদুল ইসলাম, প্রতিবন্ধী শিশুর অভিভাবক লাজিনা ফেরদৌস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের ভেতরে লুকিয়ে থাকা মেধাকে বিকশিত করতে সহযোগিতা করতে হবে। তাহলে তারা দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। সরকার প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় আনতে ভাতা সুবিধা চালুসহ নানা সহায়তা দিয়ে যাচ্ছে। এতে করে প্রতিবন্ধীরা সমাজে অবদান রাখতে পারছে। তারা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে।
এ সময় বক্তারা প্রতিবন্ধীদের উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরেন। এর আগে প্রতিবন্ধী দিবস উপলক্ষে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে রংপুরের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই