ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধামরাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শিক্ষার্থী সাদ নিহতের ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। পরে গ্রেফতার গোলাম কবিরকে সন্ধ্যায় ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
ধামরাই থানা পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে ধামরাইতে গুলিতে সাদ নামে এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করে। ওই মামলায় গোলাম কবির এজাহারভুক্ত আসামি। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
র্যাব-১ এর সদস্যরা তাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে ধামরাই থানা পুলিশ তাকে র্যাব-১ এর কার্যালয় থেকে ধামরাই থানায় নিয়ে আসে। গ্রেফতার আসামি গোলাম কবিরকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে ধামরাই থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই