রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হোসাইন শুভ (৩৫)।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মারা যান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন নবাবগঞ্জ বড় মসজিদের পেছনের গলিতে এই ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পরিবারের বরাত দিয়ে বলেন, মৃত হোসাইন শুভ ওই এলাকার শাকিল (৩০) নামের এক যুবকের কাছে কিছু টাকা পেতেন। তা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
নিহতের স্বজনদের বরাদ দিয়ে তিনি আরও বলেন, পুর্ব শত্রুতার জেরে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন নবাবগঞ্জ বড় মসজিদের পেছনের গলিতে শাকিল সহ ২/৩ জন তাকে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে স্বজনরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
মৃতের চাচাতো ভাই রোকনউদ্দিন ও একই অভিযোগ করেন।
বুধবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ
স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত হোসাইন শুভ লালবাগের ৬০নং ডুড়ি আঙ্গুল লেন এলাকার স্থায়ী বাসিন্দা মৃত আবদুস সালামের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ