রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় মো. স্বপন নামে এক বাস মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্বপন মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনের একটি বাসের মালিক। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নাম না প্রকাশের শর্তে সংশ্লিষ্ট বাস শ্রমিকরা জানান, স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দেন। এই ঘটনা নিয়ে স্বপনের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান সোহেল।
পরে স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপন নামের একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএ