নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, এটা নিশ্চিত করেই বলা যায়, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। কারণ ইভিএম খুবই দুর্বল যন্ত্র। আর নির্বাচনে কোনো যন্ত্র ব্যবহার করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত খুবই জরুরি। বিগত সময়ে যা সম্পূর্ণ অনুপস্থিত ছিলো।
বৃহস্পতিবার রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতে যারাই নির্বাচনকে বির্তকিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তার জন্য সুপারিশ করবে এই সংস্কার কমিশন। যারা বিগত নির্বাচনকে বিতর্কিত করেছেন, কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিনিধি ও আইনশৃঙ্খলা ও নির্বাচন অফিসের প্রতিনিধিরা অংশ নেন।
বিগত সময়ে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে ইসিকে দায়বদ্ধ করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত করে অপরাধ করেছে, যারাই এই নির্বাচন বিতর্কিত করেছে, নির্বাচনের কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায় তাহলে অন্যায়কে উৎসাহিত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল