ব্রাজিলে অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ উপলক্ষে রংপুরে উদ্যোক্তা ও আমদানি-রফতানিকারকদের নিয়ে আলোচনা সভা হয়েছে।
ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) উদ্যোগে শনিবার সকালে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি ওলিভিয়ারা জানজি।
রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আকবর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইমরান চৌধুরী, মহাসচিব জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জানান, ব্রাজিলে বাংলাদেশের তৈরি ওষুধ, চামড়াজাত পণ্য, পোশাকসহ বিভিন্ন পণ্যের ভালো বাজার রয়েছে। কিন্তু ব্রাজিলের সাথে বাণিজ্যিক সম্পর্ক না থাকায় সেগুলো রফতানি করা সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশি পণ্য বেশিরভাগ ইউরোপে রফতানি হয়। আগামী ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের সাওপাওলোতে প্রথমবারের মতো মেইড ইন বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ব্রাজিলে বাজার গড়ে তুলতে পারলে পণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সংকট কাটানো সম্ভব হবে। সেই সাথে ব্রাজিল থেকে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, কফিসহ নানা ধরনের পণ্য আমদানি করে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন। সেই সাথে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে ভাল সম্পর্ক গড়ে উঠলে ব্রাজিলের বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য বহির্বিশ্বে ছড়িয়ে যাবে। তাই ব্রাজিলের উদ্যোক্তা, আমদানিকারক-রফতানিকারকদের সাথে দেশের উদ্যোক্তা, আমদানিকারক-রফতানিকারকদের মেলবন্ধন ঘটাতে যাচ্ছে মেইড ইন বাংলাদেশ এক্সপোতে।
বিডি প্রতিদিন/এমআই