অস্ত্র, গুলি ও ককটেল সাদৃশ্য বোমাসহ যশোরের দুই সন্ত্রাসীকে খুলনা থেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার একটি ভবনের ৫ম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়তারা হলেন, যশোর কোতয়ালী থানাধানী নাজির শংকরপুর এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে মো. শান্ত ইসলাম (২৫) এবং বেজপাড়া চোদ্দারপাড় এলাকার মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে মো. আলিমুল হোসেন (২০)।
বৃহস্পতিবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু প্রেস ব্রিফিংয়ে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার ২৯ নং রোডের ৩২ নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে সন্ত্রাসী মো. শান্ত ইসলাম এবং মো. আলিমুল হোসেনকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি শটগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রংয়ের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন তৎসহ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন