গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে করে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।
তাদের কয়েকজনের হাতে গণ-অভ্যুত্থানে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/কেএ