রাজধানীর হাজারীবাগে এক পিকআপ ভ্যানের ধাক্কায় লিটন ঘোষ নামের আরেক পিকআপ ভ্যানের চালক (৪৮) নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে হাজারীবাগ মাহাতাব পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মৃতের ছোট ভাই সুরেশ ঘোষ বলেন, লিটন ঘোষ পেশায় পিকআপ গাড়ির চালক ছিলেন।
তিনি বলেন, শনিবার দুপুরে হাজারীবাগ মাহাতাব পাম্পের পাশে গাড়ি রেখে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি। সে সময় তাদেরই কোম্পানির আরেকটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে আহত অবস্থায় দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। লিটন ঘোষ চকবাজারের অরফানেজ রোডের বাসিন্দা ভরৎ ঘোষের ছেলে।
বিডি প্রতিদিন/জুনাইদ