রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি (২৫) ও তার স্ত্রী কারিমা আক্তার মিম (২০)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার পূর্বাঞ্চলে এবি এনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাব্বি ও মিমকে উদ্ধার করে রাত পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
রাব্বিকে প্রাথমিক চিকিৎসার পর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতাল এবং পরবর্তীতে পুনরায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাব্বি টাঙ্গাইল জেলার বাসিন্দা হলেও বর্তমানে টঙ্গীর কলেজগেট এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আব্দুর রউফ। রাব্বি লেখাপড়া শেষ করে কোনও স্থায়ী কাজ করছিলেন না এবং বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি কোন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনা তদন্তাধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ