রাজধানীর লালবাগের নবাবগঞ্জে নিজ বাসা থেকে মোসা. শারমিন (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) রাতে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা।
পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিনের গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার পূর্ব চানাখালী গ্রামে। তিনি মো. শান্তর স্ত্রী এবং সিদ্দিক গাজী ও ফাতেমা বেগমের মেয়ে। বর্তমানে শারমিন লালবাগ নবাবগঞ্জ পার্কের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
মৃত শারমিনের বড় ভাই রুবেল গাজী জানান, শারমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তবে ঠিক কী কারণে তার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম