নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতের নাম মো. মারুফ হোসেন (২৮)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। বর্তমানে পোস্তগোলা আলমবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি পেশায় গরুর চামড়া ব্যবসায়ী ছিলেন। নিহত মারুফ তিন ভাইয়ের মধ্যে বড় এবং চার বছর বয়সী একটি কন্যাসন্তানের জনক।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারুফের চাচা রাকিবুল হাসান হীরা জানান, ব্যবসায়িক কাজে মালামাল দেখতে তারা মেঘনা এলাকায় যাচ্ছিলেন। টোল প্লাজার কাছে সড়কে জ্যাম দেখে প্রাইভেটকার থেকে নেমে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি বাস তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে মারুফ গুরুতর আহত হন ও অপরজন আলমগীর হোসেন সামান্য আঘাত পান।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আহত আলমগীর হোসেনকে ঢামেক জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক