চীন দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশনের কর্মকর্তা জং জিং বলেছেন, চীন কোনো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা রংপুরে এই এলাকার মানুষের কথা জানতে এসেছি। আমরা এই এলাকার কৃষকের সমস্যা দেখেছি। তারা খুব কষ্টে আছে। তিস্তা নদী তাদের কষ্টের মূল কারণ।
মঙ্গলবার রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জং জিং বলেন, গত দু’মাস আগে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে রংপুরে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের কথা বলেছেন। আমরা তা বাস্তবায়নে কাজ করছি। ভারত আপনাদের মেডিকেল ভিসা বন্ধ করলেও আমার তা চালু করেছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি। দীর্ঘদিন ধরে প্রকল্পটি নিয়ে আমরা কাজ করছি।
মতবিনিময় সভায় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, আব্দুস সালাম মিয়া, এমদাদুল হক ভরসা, সাজেদুর রহমান রানা প্রমুখ।
চীনা প্রতিনিধি দল রংপুর বিএনপি অফিসে আসায় ও মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। সরকার এ দাবি পূরণে কেন গড়িমসি করছে, তা আমরা জানি না। আমরা দ্রুত এই মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। চীন আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের বন্ধুত্ব আরও মজবুত হোক, এই প্রত্যাশা করি।
বিডি প্রতিদিন/এমআই