শিরোনাম
- শেয়ারমূল্য পড়ে যাচ্ছে, টেসলা খুঁজছে নতুন সিইও
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
- দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের
- ফেনীতে মে দিবসে আলোচনা সভা
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস
- পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
উদ্ভাবনী চিন্তা নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে ‘বাণিজ্যের প্রসার ও উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাসম্পদের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর শনিবার নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সেমিনারে নিজস্ব পণ্যের পেটেন্ট ও ট্রেডমার্ক করার বিভিন্ন উপকারিতা তুলে ধরে নিজের উদ্ভাবিত পণ্যের স্বত্ব সংরক্ষণে উদ্যোক্তাদের পেটেন্ট ও ট্রেডমার্কস সনদ গ্রহণেরও আহ্বান জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার জনেন্দ্র নাথ সরকার। তিনি উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন।
রেজিস্ট্রার জনেন্দ্র নাথ সরকার বলেন, একটা পণ্য উদ্ভাবন করে বাজারে ছাড়ার আগেই পেটেন্ট ও ট্রেডমার্কসের জন্য আবেদন করা ভাল। তা নাহলে বাজার থেকে নমুনা সংগ্রহ করে অন্য যে কেউ নকল পণ্য তৈরি করে তিনিই আবার পেটেন্টের জন্য আবেদন করতে পারেন। আর যিনি আগে আবেদন করেন তাকেই স্বত্ব দেওয়া হয়ে থাকে। এ বিষয়ে উদ্ভাবকদের সচেতন হতে হবে।
জনেন্দ্র নাথ সরকার বলেন, একটা পণ্যের সুনাম সৃষ্টি হলে তার ব্র্যান্ড ভ্যালুই হয়ে থাকে মোট সম্পদের চেয়ে বেশি। তাই সব উদ্ভাবকের উচিত নিজের পণ্যের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সনদ গ্রহণ করা। এটি করলে ব্যবসার প্রসারে নানারকম সুবিধা পাওয়া যায়। তাই তিনি রাজশাহীর উদ্যোক্তাদের পেটেন্ট ও ট্রেডমার্কস স্বত্ব গ্রহণের আহ্বান জানান।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অধিদফতরের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন ও অর্থ) কৌশিক উদ্দিন ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি রেজিস্ট্রার (ট্রেডমার্কস) কংকন চাকমা। তিনি সেমিনারে সভাপতিত্বও করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর