শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
উদ্ভাবনী চিন্তা নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে ‘বাণিজ্যের প্রসার ও উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাসম্পদের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর শনিবার নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সেমিনারে নিজস্ব পণ্যের পেটেন্ট ও ট্রেডমার্ক করার বিভিন্ন উপকারিতা তুলে ধরে নিজের উদ্ভাবিত পণ্যের স্বত্ব সংরক্ষণে উদ্যোক্তাদের পেটেন্ট ও ট্রেডমার্কস সনদ গ্রহণেরও আহ্বান জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার জনেন্দ্র নাথ সরকার। তিনি উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন।
রেজিস্ট্রার জনেন্দ্র নাথ সরকার বলেন, একটা পণ্য উদ্ভাবন করে বাজারে ছাড়ার আগেই পেটেন্ট ও ট্রেডমার্কসের জন্য আবেদন করা ভাল। তা নাহলে বাজার থেকে নমুনা সংগ্রহ করে অন্য যে কেউ নকল পণ্য তৈরি করে তিনিই আবার পেটেন্টের জন্য আবেদন করতে পারেন। আর যিনি আগে আবেদন করেন তাকেই স্বত্ব দেওয়া হয়ে থাকে। এ বিষয়ে উদ্ভাবকদের সচেতন হতে হবে।
জনেন্দ্র নাথ সরকার বলেন, একটা পণ্যের সুনাম সৃষ্টি হলে তার ব্র্যান্ড ভ্যালুই হয়ে থাকে মোট সম্পদের চেয়ে বেশি। তাই সব উদ্ভাবকের উচিত নিজের পণ্যের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সনদ গ্রহণ করা। এটি করলে ব্যবসার প্রসারে নানারকম সুবিধা পাওয়া যায়। তাই তিনি রাজশাহীর উদ্যোক্তাদের পেটেন্ট ও ট্রেডমার্কস স্বত্ব গ্রহণের আহ্বান জানান।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অধিদফতরের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন ও অর্থ) কৌশিক উদ্দিন ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি রেজিস্ট্রার (ট্রেডমার্কস) কংকন চাকমা। তিনি সেমিনারে সভাপতিত্বও করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর