'বেঁচে থাক সবুজ বেঁচে থাক' এ স্লোগান ধারণ করে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 'চ্যানেল আই-গ্রামীণফোন প্রকৃতি মেলা'। চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনের এ মেলার পৃষ্ঠপোষকতায় ছিল টেলিকম কোম্পানি গ্রামীণফোন। একঝাঁক শিশু-কিশোরের সমবেত নৃত্যের মধ্য দিয়ে গতকাল শুরু হয় ব্যতিক্রমী এ মেলার আনুষ্ঠানিকতা। একসঙ্গে তিনটি সাদা বক খাঁচা থেকে অবমুক্ত করে মেলার মূল মঞ্চ থেকে এ মেলার উদ্বোধন করা হয়। এ সময় একগুচ্ছ লাল-সবুজ রঙের বেলুনও আকাশে উড়িয়ে দেওয়া হয়। ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, পাখিবিদ ইনাম আল হক, প্রজাপতিবিদ ড. মনোয়ার হোসেন, শিশুসাহিত্যিক আলী ইমাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন্স তাহমীদ আজিজুল হকসহ পরিবেশবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানীরা।
মেলার উদ্দেশ্য তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। পরিবেশ সংরক্ষণে ব্যাপক অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের প্রকৃতি মেলায় সম্মাননা দেওয়া হয় নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিয়াস রোজারিওকে। বিশেষ সম্মাননা দেওয়া হয় মৃৎশিল্পী বিষাদ হরিপালকে। তাদের হাতে উত্তরীয়, ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ সময় গ্রামীণফোনকেও দেওয়া হয় সম্মাননা স্মারক। মেলামঞ্চে দিনব্যাপী পরিবেশিত হয় পরিবেশ ও প্রকৃতিবিষয়ক নৃত্য, কবিগান, জারি-সারি, ভাওয়াইয়া, গম্ভীরাসহ নানা ধরনের গান।
বেঙ্গল শিল্পালয়ে এ রহমানের চিত্রকলা প্রদর্শনী : বেঙ্গল শিল্পালয়ে শুরু হলো রোমপ্রবাসী শিল্পী এ রহমানের 'নির্ভার জগৎ' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।
গতকাল বিকালে প্রধান অতিথি থেকে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ। প্রথা ও অনন্যতার মেলবন্ধনের লক্ষ্যে প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী মোস্তফা জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী এ রহমান, শিল্পী মোস্তফা জামান এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্-এর পরিচালক সুবীর চৌধুরী।
প্রদর্শনীতে শিল্পীর ৬২টি চিত্রকর্ম স্থান পেয়েছেল। ৩১ জানুয়ারি শেষ হবে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনী।
'বাংলার মাটি বাংলার জল' মঞ্চস্থ
গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হলো পালাকার প্রযোজিত নাটক 'বাংলার মাটি বাংলার জল'। রবিঠাকুরের ছিহ্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
সংস্কৃতি
চ্যানেল আই প্রাঙ্গণে প্রকৃতি মেলা
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর