'বেঁচে থাক সবুজ বেঁচে থাক' এ স্লোগান ধারণ করে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 'চ্যানেল আই-গ্রামীণফোন প্রকৃতি মেলা'। চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনের এ মেলার পৃষ্ঠপোষকতায় ছিল টেলিকম কোম্পানি গ্রামীণফোন। একঝাঁক শিশু-কিশোরের সমবেত নৃত্যের মধ্য দিয়ে গতকাল শুরু হয় ব্যতিক্রমী এ মেলার আনুষ্ঠানিকতা। একসঙ্গে তিনটি সাদা বক খাঁচা থেকে অবমুক্ত করে মেলার মূল মঞ্চ থেকে এ মেলার উদ্বোধন করা হয়। এ সময় একগুচ্ছ লাল-সবুজ রঙের বেলুনও আকাশে উড়িয়ে দেওয়া হয়। ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, পাখিবিদ ইনাম আল হক, প্রজাপতিবিদ ড. মনোয়ার হোসেন, শিশুসাহিত্যিক আলী ইমাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন্স তাহমীদ আজিজুল হকসহ পরিবেশবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানীরা।
মেলার উদ্দেশ্য তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। পরিবেশ সংরক্ষণে ব্যাপক অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের প্রকৃতি মেলায় সম্মাননা দেওয়া হয় নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিয়াস রোজারিওকে। বিশেষ সম্মাননা দেওয়া হয় মৃৎশিল্পী বিষাদ হরিপালকে। তাদের হাতে উত্তরীয়, ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ সময় গ্রামীণফোনকেও দেওয়া হয় সম্মাননা স্মারক। মেলামঞ্চে দিনব্যাপী পরিবেশিত হয় পরিবেশ ও প্রকৃতিবিষয়ক নৃত্য, কবিগান, জারি-সারি, ভাওয়াইয়া, গম্ভীরাসহ নানা ধরনের গান।
বেঙ্গল শিল্পালয়ে এ রহমানের চিত্রকলা প্রদর্শনী : বেঙ্গল শিল্পালয়ে শুরু হলো রোমপ্রবাসী শিল্পী এ রহমানের 'নির্ভার জগৎ' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।
গতকাল বিকালে প্রধান অতিথি থেকে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ। প্রথা ও অনন্যতার মেলবন্ধনের লক্ষ্যে প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী মোস্তফা জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী এ রহমান, শিল্পী মোস্তফা জামান এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্-এর পরিচালক সুবীর চৌধুরী।
প্রদর্শনীতে শিল্পীর ৬২টি চিত্রকর্ম স্থান পেয়েছেল। ৩১ জানুয়ারি শেষ হবে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনী।
'বাংলার মাটি বাংলার জল' মঞ্চস্থ
গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হলো পালাকার প্রযোজিত নাটক 'বাংলার মাটি বাংলার জল'। রবিঠাকুরের ছিহ্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।
শিরোনাম
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
সংস্কৃতি
চ্যানেল আই প্রাঙ্গণে প্রকৃতি মেলা
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর