বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

আওয়ামী লীগে গেলেন তিন স্বতন্ত্র মহিলা এমপি

দশম জাতীয় সংসদে স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত সংরক্ষিত তিন মহিলা এমপি ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সংসদের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে তারা স্বতন্ত্র জোটে থাকলেও তৃতীয় অধিবেশনে এসে ক্ষমতাসীন দলে অন্তর্ভুক্ত হলেন। এর মধ্য দিয়ে সরাসরি নির্বাচিত স্বতন্ত্র এমপিদের (স্বতন্ত্র জোটের) মনোনীত তিন মহিলা তাদের জোট ছাড়লেন। এখন থেকে তারা আওয়ামী লীগের এমপি হিসেবে গণ্য হবেন। ১ সেপ্টেম্বর চলতি সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। ৩১ আগস্ট নির্বাচন কমিশনকে সংসদ সচিবালয়ের আইন শাখা জানায়, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত তিনজন স্বতন্ত্র এমপি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জাতীয় সংসদের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারী সচিব শওকত আলী এক চিঠিতে ইসি সচিবকে জানান, কাজী রোজী, নূর জাহান বেগম ও উম্মে রাজিয়া কাজল আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে আনুপাতিক হারে আওয়ামী লীগ ৩৯টি এবং তার শরিক জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১টি আসন পায়। বিরোধী দল জাতীয় পার্টি পায় ৬টি। ১৬ স্বতন্ত্র এমপির জোট পায় ৩টি। সরাসরি নির্বাচনে জয়ী ১৬ স্বতন্ত্র এমপি আওয়ামী লীগে যোগ না দিলেও তাদের বরাদ্দ পাওয়া তিন মহিলা এমপি ক্ষমতাসীন দলে যোগ দিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর