শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবা আটক

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবা আটক

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় পুলিশ গতকাল একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় চালক বশির আহমেদকে (২৯) আটক করা হয়। বাকলিয়া থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে শাহ আমানত সেতু এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে টেকনাফ থেকে আসা মাইক্রোতে (চট্টমেট্রো ১১-৬৩৮৬) তল্লাশি চালিয়ে আসনের পাশের দরজা ও গাড়ির পেছনে রাখা অতিরিক্ত চাকার নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওসি মো. মহসিন বলেন, চালককে আটকের পর তিনি এ ঘটনায় জড়িত আরও একজনের কথা স্বীকার করেছেন। তাকেও ধরার জন্য অভিযান চলছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর