শ্রমিক আন্দোলনের মুখে প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে নতুন প্রযুক্তিতে আজ রবিবার ফের পাথর উত্তোলন শুরু হচ্ছে। নতুন চুক্তিবদ্ধ বেসরকারি কোম্পানি জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
২০১৩ সালের ২৫ নভেম্বর থেকে খনি শ্রমিকদের আন্দোলন এবং নতুন চুক্তির কারণে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। আশা করা যাচ্ছে, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এবার দেশী দক্ষ শ্রমিক এবং বিদেশি দক্ষ জনবল দিয়ে খনিতে তিন শিফটে প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা যাবে।