চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় পুলিশ গতকাল একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় চালক বশির আহমেদকে (২৯) আটক করা হয়। বাকলিয়া থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে শাহ আমানত সেতু এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে টেকনাফ থেকে আসা মাইক্রোতে (চট্টমেট্রো ১১-৬৩৮৬) তল্লাশি চালিয়ে আসনের পাশের দরজা ও গাড়ির পেছনে রাখা অতিরিক্ত চাকার নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওসি মো. মহসিন বলেন, চালককে আটকের পর তিনি এ ঘটনায় জড়িত আরও একজনের কথা স্বীকার করেছেন। তাকেও ধরার জন্য অভিযান চলছে।