সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

অবশেষে ৩৫৪ শিল্পে গ্যাস

পেট্রোবাংলার ওয়েব সাইটে তালিকা

গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় সৃষ্ট বন্ধ্যত্ব দূর করতে সরকার ৩৫৪টি শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৩ সালের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন সংযোগের অনুমোদন পাওয়া শিল্প কারখানাগুলোর তালিকা গতকাল পেট্রোবাংলার ওয়েব সাইডে প্রকাশ করা হয়েছে। নতুন গ্যাস সংযোগ অনুমোদন প্রসঙ্গে জ্বালানি বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্প কারখানায় উৎপাদন বিঘিœত হচ্ছিল। শিল্পবান্ধব এ সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। সেই সঙ্গে গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নতুন গ্যাস সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের সহায়তা করতে পর্যায়ক্রমে আরও গ্যাস সংযোগ দেওয়া হবে বলে তিনি জানান। প্রকাশিত তালিকার তথ্য অনুযায়ী দুটি ধাপে গ্যাস সংযোগের অনুমোদন দেওয়া হয়। তিতাস গ্যাসের লোড বৃদ্ধির জন্য অনুমোদিত গ্রাহকের সংখ্যা ১৩৯। নতুন সংযোগের জন্য অনুমোদিত গ্রাহক সংখ্যা ১৬০। কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির লোড বৃদ্ধির জন্য অনুমোদিত গ্রাহক সংখ্যা ১২। নতুন সংযোগের জন্য অনুমোদিত গ্রাহক সংখ্যা ১১। বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির লোড বৃদ্ধির জন্য অনুমোদিত গ্রাহক সংখ্যা ৫। নতুন সংযোগের জন্য অনুমোদিত গ্রাহক সংখ্যা ১২। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লোড বৃদ্ধির জন্য অনুমোদিত গ্রাহকের সংখ্যা ৭। নতুন সংযোগের জন্য অনুমোদিত গ্রাহক সংখ্যা ৮টি।  এসব শিল্প কারখানাকে নতুন করে গ্যাস সংযোগের অনুমতি দেওয়া হয়েছে কিছু শর্ত সাপেক্ষে। শর্তে বলা হয়েছে নতুন গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধির জন্য আবেদনকারী কোনো গ্রাহক বর্তমানে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী হলে অথবা গ্যাস বিল বকেয়া থাকলে ওই প্রতিষ্ঠানকে সংযোগ প্রদান করা হবে না।

সর্বশেষ খবর