মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রংপুরে রাজাকারের তালিকায় সহস্রাধিক

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করার পাশাপাশি হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছেন রংপুরে এমন ১ হাজার ১৫ জন রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য এ তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এদিকে তালিকাভুক্ত রাজাকারদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজাকার, আলবদর ও আলশামসদের তালিকা চেয়ে ২০১০ সালের ১৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। সে পরিপ্রেক্ষিতে জেলার আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় প্রকৃত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। পাঁচ বছর পর গত ১ জানুয়ারি চূড়ান্ত ১ হাজার ১৫ জন রাজাকারের চূড়ান্ত তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। এর মধ্যে বদরগঞ্জে ৩০৫ জন, সদরে ১৮৪, কাউনিয়ায় ৭৯, মিঠাপুকুরে ১৩৪, পীরগঞ্জে ১৫০, গঙ্গাচড়ায় ৩৩ ও পীরগাছায় ১২৯ জন রয়েছে। তালিকায় উল্লেখযোগ্যরা হলেন— আলবদর কমান্ডার ও রংপুর জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবদুল বাতেন, রাজাকার কমান্ডার সাবেক বিএনপি নেতা একরামুল হক। রাজাকার কমান্ডার আবদুর ছাত্তার মাওলানা। এই ছাত্তার মাওলানার নামে গণহত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার দায়ে ৭২ সালে ১১টি মামলা করে সরকার।

সর্বশেষ খবর